নিচের কোনটি বোরনের অভাবজনিত লক্ষণ নয়?
A কাণ্ড দুর্বল ও ছোট হওয়া
B কচি পাতার বৃদ্ধি কমে যাওয়া
C ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হওয়া
D কাণ্ড খসখসে হয়ে ফেটে যাওয়া
Solution
Correct Answer: Option A
- বোরন কোষপ্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে।
- প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়।
- বিপাক ক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে।
- তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়।
- কচি পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়।
- কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়।
- ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়।