৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে এর দ্বিগুন দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কতদিনে শেষ করবে?
Solution
Correct Answer: Option B
৩০ জন শ্রমিক কাজটি করে ২০ দিনে
২০ জন শ্রমিক করবে = (৩০×২০)/২০ = ৩০ দিনে
এবং এই শ্রমিকদের দক্ষতা তিনগুণ হওয়ায় সময় লাগবে ৩০/২ = ১৫ দিন।