নিম্নের কোন অঙ্গে হেনলি-র লুপ  অবস্থান করে?


A পাকস্থলী 

B   অগ্ন্যাশয়   

C    বৃক্ক 

D     ফুসফুস 

Solution

Correct Answer: Option C

-বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে।
-মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় 10-12 লক্ষ নেফ্রন থাকে।
-প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল (Renal corpuscle) বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউব্যুল (Renal tubule) নিয়ে গঠিত । •প্রতিটি রেনাল করপাসল আবার গ্লোমেরুলাস (Glomerulus) এবং বোম্যান্স ক্যাপসুল— এ দুটি অংশে বিভক্ত।

- বোমলেন্স ক্যাপসুলে অক্ষিয়দেশ থেকে সংগ্রাহী নালি পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে রেনাল টিউব্যুল বলে।
প্রতিটি রেনাল টিউব্যুল ৩ টি অংশে বিভক্ত:
১. গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা (Proximal convoluted tubule)
২. হেনলি-র লুপ (Henle's loop)
৩. প্রান্তীয় প্যাঁচানো নালিকা (Distal convoluted tubule)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions