মহাজাগতিক রশ্মিতে শতকরা কত ভাগ প্রোটন থাকে?
Solution
Correct Answer: Option C
⇒ মহাজাগতিক রশ্মি বা Cosmic Ray হলো উচ্চ শক্তিসম্পন্ন আহিত কণা যা মহাকাশ থেকে পৃথিবীতে অবিরাম বর্ষিত হয়।
⇒ এই রশ্মির মূল উপাদানগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, এর ৯০ শতাংশই (প্রায়) হলো প্রোটন বা হাইড্রোজেন নিউক্লিয়াস।
⇒ বাকি উপাদানের মধ্যে প্রায় ৯ শতাংশ হলো আলফা কণা (হিলিয়াম নিউক্লিয়াস)।
⇒ অবশিষ্ট ১ শতাংশের মধ্যে থাকে ইলেকট্রন (বিটা কণা) এবং অন্যান্য ভারী মৌলের নিউক্লিয়াস।
⇒ ১৯১২ সালে ভিক্টর হেস এই রশ্মি আবিষ্কার করেন এবং প্রমাণ করেন যে এর উৎস পৃথিবী নয়, বরং মহাকাশ।