18 মিটার দীর্ঘ একটি মই পিলারের শীর্ষ বিন্দুতে 60 ডিগ্রি কোণ করে মাটি স্পর্শ করে।পিলারটির উচ্চতা কত?
  
 

A ৫ মিটার  

B ৯ মিটার  

C ১৪ মিটার

D ১৫ মিটার 

Solution

Correct Answer: Option B



মনে করি পিলারের উচ্চতা AB=h
মই এর দৈর্ঘ্য AC=18 মিটার
 A বিন্দুতে কোণ ∠BAC=60°
এখন cos60°=AB/AC
   or, 1/2 =h/18
     ∴ h=9 মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions