বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ‘কৃষ্ণকান্তের উইল ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম -
A নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
B মধুসূদন ও কুমুদিনী
C গোবিন্দলাল ও রোহিনী
D সুরেশ ও অচেলা
Solution
Correct Answer: Option C
গোবিন্দলাল ও রোহিণী চরিত্র দুটি বঙ্কিমচন্দ্রের " কৃষ্ণকান্তের উইল" চরিত্রের প্রধান চরিত্র । বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের জনক বলা হয় । তার প্রথম বাংলা উপন্যাস হল দুর্গেশনন্দিনী যা ১৮৬৫ সালে প্রকাশিত হয় ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions