১০%, ২০% ও ৪০% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান?
A ৬০%
B ৫০%
C ৫৬.৮%
D ৭০.২৮%
Solution
Correct Answer: Option C
Sol" ধরি, প্রথমে মূল্য = ১০০ টাকা
প্রথমে ১০% ডিসকাউন্ট দেয়ার পর বিক্রয়মূল্য = ৯০ টাকা
এরপর ৯০ টাকার থেকে ২০% ডিসকাউন্ট দিলে নতুন বিক্রয়মূল্য = ৯০ এর ৮০% = ৯০ ×৮০/১০০=৭২টাকা
পুনরায় ৭২ টাকা থেকে ৪০% ডিসকাউন্ট দিলে নতুন বিক্রয়মূল্য হবে = ৭২ এর ৬০% = ৭২ ×৬০/১০০=৪৩২/১০=৪৩.২ টাকা
সুতরাং সর্বমোট ডিসকাউন্ট দেয়া হয়েছে = (১০০ – ৪৩.২) = ৫৬.৮ টাকা = ৫৬.৮%