পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা  যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়?


A  তাপ   

B আলোক 

C তড়িৎ 

D চুম্বক

Solution

Correct Answer: Option B

পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন আলোক শক্তি পাওয়া যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions