রুপ চর্চা ও দাঁড়ি কাটার সময় ব্যবহৃত হয় -

A   সমতল দর্পণ 

B উত্তল দর্পণ  

C অবতল দর্পন 

D ক ও খ

Solution

Correct Answer: Option C

-বিবর্ধিত বিম্ব তৈরি করা যায় বলে রুপ চর্চা ও দাড়ি কাটার সময় অবতল দর্পণ ব্যবহৃত হয়।
-ডাক্তাররা চোখ,নাক,কান ও গলা পর্যবেক্ষন করার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন।
-নভো দূরবীক্ষণে অবতল দর্পন ব্যবহার দেখা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions