ব্যাটারি সেলে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হয়?
A ক্যাথোড থেকে অ্যানোডে
B অ্যানোড থেকে ক্যাথোডে
C অ্যানোড থেকে ইলেক্ট্রোলাইটে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা হয়। এতে অ্যানোড ও ক্যাথোড এ বিভব পার্থক্য তৈরি হয়। এ অবস্থায় অ্যানোড ও ক্যাথোড পরিবাহী তার দিয়ে সংযুক্ত করলে অ্যানোড ইলেকট্রন গুলো ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক বিদ্যুৎ প্রবাহের দিক ধরা হয়। তাই উত্তর হবে ক্যাথোড থেকে অ্যানোডে।