তিনটি ১.৫ ভোল্টের ব্যাটারি কীভাবে সংযোগ করলে ৪.৫ ভোল্ট পাওয়া সম্ভব ?
A তিনটিকে সিরিজে যুক্ত করলে
B তিনটিকে সমান্তরালে সংযুক্ত করলে
C দুইটি সিরিজে ও একটি সমান্তরালে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option A
সিরিজে যুক্ত করলে ব্যাটারির বিভব যোগ হয় । ১.৫ + ১.৫ + ১.৫ = ৪.৫ ভোল্ট ।