- প্রমথ চৌধুরী ৭ আগস্ট, ১৮৬৮ খ্রিষ্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রাম।
- তাকে বলা হয় বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম- বীরবল।
- প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ 'জয়দেব' ১৮৯৩ সালে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয়।
- 'হালখাতা' ('ভারতী' পত্রিকায় প্রকাশ- ১৯০২), এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজপত্র' (১৯১৪), 'বিশ্বভারতী পত্রিকা' সম্পাদনা করেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাতার নামে এ পদক প্রবর্তন করেন।
- তিনি ২ সেপ্টেম্বর, ১৯৪৬ সালে (১৬ ভাদ্র, ১৩৫৩ বঙ্গাব্দ) শান্তিনিকেতনে মারা যান।
প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থসমূহ:
- 'তেল-নুন-লাকড়ি' (১৯০৬),
- 'বীরবলের হালখাতা' (১৯১৬),
- 'নানাকথা' (১৯১৯),
- 'আমাদের শিক্ষা' (১৯২০),
- 'রায়তের কথা' (১৯২৬),
- 'নানাচর্চা' (১৯৩২),
- 'আত্মকথা' (১৯৪৬),
- 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড- ১৯৫২, ২য় খণ্ড- ১৯৫৩)।
• কাব্যগ্রন্থ:
- 'সনেট পঞ্চাশৎ' (১৯১৩),
- 'পদচারণ' (১৯১৯)।
• গল্পগ্রন্থ:
- 'চার ইয়ারী কথা' (১৯১৬),
- 'আহুতি' (১৯১৯),
- 'নীললোহিত ও গল্পসংগ্রহ' (১৯৪১)।
• প্রবন্ধ:
- 'যৌবনে দাও রাজটীকা',
- 'বই পড়া',
- 'সাহিত্যে খেলা',
- 'ভাষার কথা'।