পরমাণুর M কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
Solution
Correct Answer: Option C
পরমাণুর ১ম, ২য়, ৩য়, ৪র্থ কক্ষপথ গুলোকে যথাক্রমে K, L, M, N কক্ষপথ বলে।
পরমাণুর যে কোন কক্ষপথে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে।
এখানে, n = কক্ষপথের সংখ্যা।
তাহলে, M তথা ৩য় কক্ষপথে থাকবে = ২ × ৩২ = ২ × ৯ = ১৮টি ইলেকট্রন।