১০ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা হতে যে কোন একটিকে ইচ্ছেমতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা বিজোড় সংখ্যা হবার সম্ভাবনা কতো?
A ৬ ⁄ ২০
B ৬⁄ ২১
C ৫⁄ ২০
D ১০⁄ ২১
Solution
Correct Answer: Option D
মোট মৌলিক সংখ্যা ২১টি এবং মৌলিক অথবা বিজোড় সংখ্যা ১০ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ১০⁄২১