২+৪+৬+.......ধারাটির ৫ম পদ দিয়ে ধারাটির প্রথম দশটি পদের যোগফলকে ভাগ করলে ভাগফল কত হবে?

A ১২

B ১৪

C ১৩

D ১১

Solution

Correct Answer: Option D

এখানে,
সিরিজের প্রথম পদটি 2 এবং দশম পদটি 2 * 10 = 20। 
 
প্রথম এবং দশম পদের গড় হল (2 + 20) / 2 = 11 
অতএব, প্রথম দশটি পদের যোগফল 10*11 = 110। 
 
সিরিজের পঞ্চম পদ হল 2*5 = 10। 
 
অতএব,  ৫ম পদ দিয়ে ধারাটির প্রথম দশটি পদের যোগফলকে ভাগ করলে ভাগফল হবে= 110/10 = 11। 
সুতরাং উত্তর হল 11

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions