চতুর্ভূজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে,  ক্ষুদ্রতম কোণের পরিমাণ হবে-

A ৪৫°

B ৫০°ড়

C ৫৫°

D ৬০°

Solution

Correct Answer: Option A

ধরি কোণ গুলো যথাক্রমে x, 2x,2x,3x
আমরা জানি, চতুর্ভুজের চারকোণের সমষ্টি ৩৬০°
∴ x+2x+2x+3x= ৩৬০°
⇒৮x=৩৬০°
∴ x=৪৫°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions