নন্দিনী,কিশোর-রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকের চরিত্র?
Solution
Correct Answer: Option B
নন্দিনী,কিশোর-- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''রক্তকরবী'' নাটকের চরিত্র । রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
এছাড়াও উল্লেখযোগ্য নাটক হল :
- চিত্রাঙ্গদা (১৮৯২) ,
- রাজা (১৯১০),
- অচলায়তন (১৯১১),
- ডাকঘর (১৯১২) ,
- তাসের দাশ (১৯৩৩) ইত্যাদি অন্যতম ।