প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো।মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল?
A ২০ টি
B ৩০টি
C ৪৫ টি
D ৫০ টি
Solution
Correct Answer: Option D
লাভ (৮.৫ -৮)=০.৫ টাকা
০.৫০ টাকায় লাভ হয় ১ টি চকলেট
১ টাকায় লাভ হয় ১/৫০ টি
২৫ টাকায় লাভ হয় (১×২৫)/৫০ =৫০ টি ।