৩, ৩, ৪, ৪, ৫, ৫ সংখ্যাগুলো দিয়ে ৬ অংকের কতো গুলো ভিন্ন সংখ্যা গঠন করা যাবে?

A ৪৫

B ৬৫

C ৯০

D ১১০

Solution

Correct Answer: Option C

মোট সংখ্যা= ৬টি এবং 
৩ আছে  ২টি, 
৪ ‍ আছে ২ টি  এবং
৫ আছে ২টি। 
∴ সংখ্যা গঠনের মোট উপায়= ৬!/২!২!২!
=৬*৫*৪*৩*২*১ /২*২*২
=৯০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions