সজীব তার বাসা থেকে ৪ কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসল। যাবার পথে ৫০ মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি ১০% কমে গেলে, দোকানে আসা যাওায়াতে সজীবের মোট কত মিনিট লাগলো?

A ৯৫

B ১০০

C ১০৫

D কোনেটিই নয়

Solution

Correct Answer: Option D

যাওয়ার পথে গতিবেগ = ৪ কিমি / ৫০মিনিট = ৪০০০ মিটার / ৫০ মিনিট 
১০% কম গতিতে ফিরে আসার পথে গতিবেগ = ( ৮০-৮০*১০%) মিটার/মিনিট
                                                       = (৮০-৮০* ১০/১০০)= (৮০-৮) বা, ৭২ মিটার/মিনিট
ফিরে আসার পথে ব্যয়িত সময় = ৪০০০/৭২ মিনিট 
আসা যাওয়াতে মোট সময় লাগল = (৫০+৫৫.৫৬) মিনিট = ১০৫.৫৬ মিনিট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions