কবীর সাহেব ৬.২৫% সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ১৬ বছর পর সুদে আসলে ৫০০০০ টাকা ফেরত পেলেন।তিনি কত টাকা ব্যাংকে রেখে ছিলেন?
Solution
Correct Answer: Option B
সরল মুনাফার ক্ষেত্রে, সুদাসল = আসল+সুদ
আমরা জানি,
C = P + (Pnr/100)
বা, C= P{1 + (nr/100)}
বা, 50000 = P (100 +6.25 × 16)/100
বা, P = 5000000/200
অতএব, P = 25000 টাকা