সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত?

A ০ ডিগ্রী

B ৪৫ ডিগ্রী   

C ৬০ ডিগ্রী

D ৯০ ডিগ্রী

Solution

Correct Answer: Option D

- আলোক রশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায় তখন ঐ আপতন কোণকে সংকট কোণ বলে।
- সুতরাং সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান ৯০ ডিগ্রী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions