তাড়িতচৌম্বক বলের বাহক কণা কোনটি?
A ফোটন
B গ্লুঅন
C গ্রাভিটন
D W এবং Z বোসন
Solution
Correct Answer: Option A
- তাড়িতচৌম্বক বলের বাহক কণা- ফোটন।
- সবল নিউক্লিয় বলের বাহক কণা- গ্লুঅন।
- দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা- W এবং Z বোসন।
- মহাকর্ষ বলের বাহক কণা- গ্রাভিটন।