একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কতগুন?
A ২ গুন
B ৩গুন
C ৪গুন
D ৫গুন
Solution
Correct Answer: Option C
ধরি, সরলরেখার অর্ধেকের দৈর্ঘ্য x এবং তার উপর অংকিত বর্গ =x2
∴ সরলরেখার দৈর্ঘ্য = 2x এবং তার উপর অংকিত বর্গ = (2x)2
= 4x2 = 4 * (অর্ধেকের উপর অংকিত বর্গ)
অর্থাৎ 4 গুন