একটি বর্গাকায় কার্পেটের ক্ষেত্রফল ১৬৯ সেমিবর্গ এখন এটিকে একটি যথাযথ আয়তাকার কক্ষে ব্যবহার করার জন্য এটির একপ্রান্ত ২ সেমি কেটে ফেলতে হলো।
আয়তাকার কক্ষটির ক্ষেত্রফল কত?

A ১১৭

B ১৪৩

C ১৪৫

D ১৬৫

Solution

Correct Answer: Option A

বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল ১৬৯ বর্গসেমি
বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য √১৬৯ =১৩ সেমি
২ সেমি কমে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ {১৩ - (২+২)}=৯ সেমি
অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল =(১৩×৯)=১১৭ বর্গসেমি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions