টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে এক ব্যক্তি টাকায় ৫টি দরে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 

A  ৪% লাভ 

B  ৪% ক্ষতি 

C  ৬% লাভ 

D  ৬% ক্ষতি 

Solution

Correct Answer: Option B

৪টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ১/৪ টাকা

৬টি লেবুর ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা

(১ + ১)টি বা ২টি লেবুর ক্রয়মূল্য = (১/৪) + (১/৬)
= (৩ + ২)/১২
= ৫/১২

১ টি লেবুর ক্রয়মূল্য =(৫/১২) × (১/২)
= ৫/২৪

৫টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা

ক্ষতি = (৫/২৪) - (১/৫)
=(২৫ - ২৪)/১২০
= ১/১২০ টাকা

৫/২৪ টাকায় ক্ষতি হয় = ১/১২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় =(১/১২০) × (২৪/৫)
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (১/১২০) × (২৪/৫) × ১০০
                          = ৪%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions