টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং ব্যবহার করা হয়?
Solution
Correct Answer: Option B
- টেলিভিশনে রঙিন ও পরিষ্কার ছবি উৎপাদনের জন্য ৩টি মৌলিক রং ব্যবহার করা হয়।
- এই মৌলিক তিনটি রঙ হল লাল (Red), সবুজ (Green) এবং নীল (Blue)।
- সংক্ষেপে এই তিনটি রঙকে একত্রে RGB বলা হয়।
- এই তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে ও তীব্রতায় মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব।
- টেলিভিশনের প্রতিটি পিক্সেল মূলত এই তিনটি রঙের মিশ্রণেই ভিন্ন ভিন্ন রঙ প্রদর্শন করে।
- এই নীতির ওপর ভিত্তি করেই রঙিন টেলিভিশন, কম্পিউটারের মনিটর এবং স্মার্টফোনের স্ক্রিন কাজ করে।