১ টি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি বেগে চলে। ২৫০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?

A ৬০ সেকেন্ড

B ১২ সেকেন্ড

C ৬ সেকেন্ড

D ১৫ সেকেন্ড

Solution

Correct Answer: Option D

ট্রেনটির বেন = ৬০ কিমি/গন্টা
                 = ৬০ × ৫/১৮ মি./সে।
ট্রেনটি ৫০/৩ মিটার যায় ১ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার যায় ১×৩/৫০ সেকেন্ডে

∴ট্রেনটি ২৫০ মিটার যায় ১×৩×২৫০/৫০ সেকেন্ডে = ১৫ সেকেন্ডে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions