ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ ছিলেন।
১৮৩৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
তিনি বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন৷
প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)।
বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৯২)৷
ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'৷
তাঁর সম্পাদিত পত্রিকাঃ
- সংবাদ প্রভাকর'
- সংবাদ রত্নাবলী,
- সংবাদ সাধুরঞ্জন ।