বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি?

A কীর্তিবিলাস

B কৃষ্ণকুমারী

C ফুলমনি ও করুণার বিবরণ

D আলালের ঘরের দুলাল

Solution

Correct Answer: Option A

৮৫২ সালে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন' প্রকাশিত হয়।
- নাটকটির রচয়িতা - তারাচরণ শিকদার। এটি একটি কমেডি নাটক।

১৮৫২ সালেই প্রকাশিত হয় প্রথম ট্রাজেডি নাটক। এর নাম - কীর্তিবিলাস।
- কীর্তিবিলাসের রচয়িতা - যোগেন্দ্রচন্দ্র গুপ্ত।

১৮৬১ সালে প্রকাশিত হয় - বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
- এর নাম - কৃষ্ণকুমারী। রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions