একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ তম পদটি ৫২ হলে ১৫ তম পদটি কত?
 

A ১৪০ 

B ১৪২ 

C ১৪৮  

D ১৫০ 

Solution

Correct Answer: Option B

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে ,
  r তম পদ = a+(r-1)d
    ৬ তম পদ    =a+(6-1)d
    or,52=a+5 × 10
    or,a=52-50
       ∴ a=2
15 তম পদ =2+(15-1) ×10=2+140=142

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions