উদ্ভিদ মূলত কত উপায়ে প্রজনন সম্পন্ন করে থাকে?
Solution
Correct Answer: Option A
উদ্ভিদে প্রজনন প্রধানত দু'প্রকার।
যথা-
(ক) যৌন প্রজনন :দুটি ভিন্ন প্রকৃতির যথা পুং ও স্ত্রী জনন কোষ বা গ্যামিট পরস্পরের সাথে মিলিত হয়ে যে প্ৰজনন সম্পন্ন করে তাকে যৌন প্রজনন বলা হয়।
(খ) অযৌন প্রজনন:দুটি গ্যামিটের মিলন ছাড়া অন্য উপায়েও জনন হতে পারে। পুংগ্যামিট ও স্ত্রী গ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদে যে প্রজনন ঘটে তাকে অযৌন জনন বলে।