‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদের কোন জাতীয় কাব্যগ্রন্থ?
Solution
Correct Answer: Option C
- ফররুখ আহমদের "মুহূর্তের কবিতা" একটি সনেট সংকলন।
- এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থে মোট ৪৮টি সনেট রয়েছে।
- এই সনেটগুলিতে কবি জীবন, প্রেম, প্রকৃতি, ধর্ম, রাজনীতি প্রভৃতি নানা বিষয়ে তার চিন্তাভাবনা ও অনুভূতি প্রকাশ করেছেন।