-চতুর্ভুজ অঙ্কন করতে নিম্নের উপাত্তগুলো জানা প্রয়োজনঃ
-(১) চারটি বাহু ও একটি কোণ,
-(২) চারটি বাহু ও একটি কর্ণ,
-(৩) তিনটি বাহু ও দুইটি কর্ণ,
-(৪) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ,
-(৫) দুইটি বাহু ও তিনটি কোণ,
-(৬) দুইটি কর্ণের খন্ডিত অংশসমূহ ও কর্ণ দুইটির অন্তর্ভুক্ত একটি কোণ।
-কাজেই সঠিক উত্তর (ঘ)।