একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

A ২টি বাহু ও ২টি কোণ

B ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১ টি বাহু

C ৩টি বাহু ও ১টি কোণ

D ৩টি বাহু ও ২ টি কর্ণ

Solution

Correct Answer: Option D

-চতুর্ভুজ অঙ্কন করতে নিম্নের উপাত্তগুলো জানা প্রয়োজনঃ 
-(১) চারটি বাহু ও একটি কোণ, 
-(২) চারটি বাহু ও একটি কর্ণ, 
-(৩) তিনটি বাহু ও দুইটি কর্ণ, 
-(৪) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, 
-(৫) দুইটি বাহু ও তিনটি কোণ, 
-(৬) দুইটি কর্ণের খন্ডিত অংশসমূহ ও কর্ণ দুইটির অন্তর্ভুক্ত একটি কোণ। 
 
-কাজেই সঠিক উত্তর (ঘ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions