১ রেডিয়ান সমান কত ডিগ্রি?

A 90°

B 45°

C 60°

D 57.29°

Solution

Correct Answer: Option D

1 রেডিয়ান হলো একটি বৃত্তচাপ (s) যা বৃত্তের ব্যাসার্ধের (r) সমান, তা বৃত্তটির কেন্দ্রে যতটা কোন সৃষ্টি করে। 
অর্থাৎ ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোন সৃষ্টি করে তা হলো 1 রেডিয়ান।

একটি বৃত্তের মোট কোনের পরিমান 360° বা 2π রেডিয়ান।

অর্থাৎ π রেডিয়ান = 180°

1 রেডিয়ান = 180/π = 180/3.1416° = 57.2958° (প্রায়) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions