মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?

A পক প্রণালী

B জিব্রাল্টার প্রণালী

C মালাক্কা প্রণালী

D ডোভার প্রণালী

Solution

Correct Answer: Option C

-মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ (৮০৫ কিমি) সমুদ্রপ্রণালী।
-১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দে দ্বীপের শাসক মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।
-মালাক্কা প্রণালী উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং
-মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে।
-প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের অন্যতম।  
-ইউরোপ ও পূর্ব এশিয়ার  সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions