ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?

A মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত সপুষ্পক উদ্ভিদ

B মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ 

C কাণ্ড ও পাতাবিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ

D কাণ্ড ও পাতাবিশিস্ট সপুষ্পক উদ্ভিদ 

Solution

Correct Answer: Option B

 -যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাদের অপুস্পক উদ্ভিদ বলে। যেমন— শৈবাল, ছত্রাক , ফার্ণ ইত্যাদি।
  অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না।অপুষ্পক উদ্ভিদ স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।

-ফার্ণ হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হল Pteris.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions