ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব -
A পাউরুটির কারখানায় রুটি ফাঁপা করার কাজে ঈস্ট ব্যবহৃত হয়।
B পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরিতে Penicillium ব্যবহৃত হয়।
C ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
D সবগুলো সঠিক
Solution
Correct Answer: Option D
ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বঃ
-পেনিসিলিনসহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে তৈরি করা হয়।
-পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়।
-ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
-অ্যাগারিকাস(Agaricus) নামক একধরনের মাশরুম ছত্রাক শৌখিন খাদ্য বলে বিবেচিত।