প্রতি মিনিটে পালসের গতি ১০০ এর বেশী হতে পারে -
A জ্বর ও শক (অচেতনতা) কারণে
B হৃদরোগের কারণে
C ডায়াবেটিকসের কারণে
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
-পালসের স্বাভাবিক গতি ৬০-১০০ বার প্রতি মিনিটে ।
-প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হতে পারে – হার্ট ব্লক বা জন্ডিসের কারণে ।
-প্রতি মিনিটে পালসের গতি ১০০ এর বেশী হতে পারে – জ্বর ও শক(অচেতনতা) ও থাইরয়েড গ্রন্থির অতিকার্যকারিতার কারণে ।