Solution
Correct Answer: Option B
কানাহরি দত্তকে মধ্যযুগের বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের আদি বা প্রথম কবি হিসেবে গণ্য করা হয়। তাঁর রচিত মনসামঙ্গল কাব্যটির নাম ছিল 'পদ্মার সর্প সজ্জা'। কথিত আছে যে, তাঁর এই কাব্যের প্রচলন আসাম থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল।
দুর্ভাগ্যবশত, কানাহরি দত্তের রচিত কোনো কাব্য বর্তমানে পাওয়া যায় না। সময়ের সাথে সাথে তাঁর লেখা বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয়।
পরবর্তী কবি বিজয় গুপ্তের রচনা থেকে কানাহরি দত্ত সম্পর্কে জানা যায়। বিজয় গুপ্ত লিখেছিলেন, "প্রথমে রচিল গীত, কানাহরি দত্ত"।