'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যের জন্য মালাধর বসু কোন উপাধি লাভ করেন?
A কবিকঙ্কণ
B রায়গুণাকর
C বিদ্যাপতি
D গুণরাজ খান
Solution
Correct Answer: Option D
মালাধর বসু মধ্যযুগের একজন প্রখ্যাত কবি এবং ভাগবত পুরাণের প্রথম বাংলা অনুবাদক। তাঁর অনূদিত কাব্য 'শ্রীকৃষ্ণবিজয়' রচনার জন্য তিনি গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবক শাহের কাছ থেকে 'গুণরাজ খান' উপাধি লাভ করেন।
- শ্রীকৃষ্ণবিজয়' কাব্যটি 'গোবিন্দমঙ্গল' নামেও পরিচিত। এটি ১৪৭৩ থেকে ১৪৮০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়।
- চৈতন্যদেবের পূর্বেই তিনি বাংলায় ভাগবতকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী।