৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক যে কাজ ১৫ দিনে করতে পারে, ৮ জন পুরুষ ও ১৮ জন স্ত্রীলোক ঐ কাজ কত দিনে করতে পারবে ?

A  ১ দিনে 

B  ২ দিন 

C  ৩ দিন 

D  ৪ দিন 

Solution

Correct Answer: Option C

প্রশ্নমতে,
৪ জন পুরুষ = ৬ জন স্ত্রীলোক
১ জন পুরুষ = ৬/৪ জন স্ত্রীলোক
সুতরাং, ৮ জন পুরুষ = (৬ × ৮) / ৪ জন স্ত্রীলোক = ১২ জন স্ত্রীলোক।

এখন, মোট শ্রমিকের সংখ্যা (স্ত্রীলোকে রূপান্তর করে পাই):
৮ জন পুরুষ ও ১৮ জন স্ত্রীলোক = (১২ + ১৮) জন স্ত্রীলোক = ৩০ জন স্ত্রীলোক।

আমরা জানি,
৬ জন স্ত্রীলোক কাজটি করতে পারে ১৫ দিনে
১ জন স্ত্রীলোক কাজটি করতে পারে (১৫ × ৬) দিনে [সময় বেশি লাগবে]
৩০ জন স্ত্রীলোক কাজটি করতে পারে (১৫ × ৬) / ৩০ দিনে
= ৩ দিনে।

উত্তর: ৩ দিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions