মধ্যযুগের কবি মানিক দত্তের জন্মস্থান কোথায় ছিল?
A মালদহ জেলার ফুলুয়া অঞ্চল
B বীরভূম জেলার নানুর গ্রাম
C নদীয়া জেলার ফুলিয়া গ্রাম
D হুগলি জেলার পেঁড়ো গ্রাম
Solution
Correct Answer: Option A
মানিক দত্ত মধ্যযুগের মঙ্গলকাব্য ধারার চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হিসেবে পরিচিত। তিনি পশ্চিমবঙ্গের মালদহ জেলার ফুলুয়া (বর্তমান ফুলবাড়িয়া) অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালের বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তী তাঁর কাব্যে একাধিকবার মানিক দত্তের নাম উল্লেখ করেছেন, যা থেকে মানিক দত্তকে চণ্ডীমঙ্গল কাব্যের প্রাচীনতম কবি হিসেবে গণ্য করা হয়। কথিত আছে, তিনি শৈশবে বিকলাঙ্গ ছিলেন এবং দেবী চণ্ডীর কৃপায় আরোগ্য লাভ করার পর কাব্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন।