Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
ম্যাডোনা-৪৩ চিত্রটি কার আঁকা?

A জয়নুল আবেদিন

B ক্লদ মোনে

C ভিনসেন্ট ভ্যানগগ

D পাবলো পিকাসো

Solution

Correct Answer: Option A

বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ম্যাডোনা-৪৩ ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত হন।
তার আঁকা বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- ম্যাডোনা-৪৩, মনপুরা-৭০, সংগ্রাম, পাইন্যার মা, গাঁয়ের বধূ, নবান্ন, মইটানা প্রভৃতি । উল্লেখ্য, তিনি দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions