'কবিকঙ্কণ' উপাধির আক্ষরিক অর্থ কী?
A কবিদের মধ্যে শ্রেষ্ঠ
B যে কবি হাতে বা পায়ে ঘুঙুর পরে গান করতেন
C রাজা কর্তৃক প্রদত্ত কবি
D ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত কবি
Solution
Correct Answer: Option B
কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তাঁর বিখ্যাত 'চণ্ডীমঙ্গল' কাব্যটি আড়রা গ্রামের জমিদার রঘুনাথ রায়ের নির্দেশে রচনা করেন। কাব্য রচনার জন্য জমিদার তাঁকে 'কবিকঙ্কণ' উপাধিতে ভূষিত করেন। প্রদত্ত তথ্য অনুযায়ী, 'কবিকঙ্কণ' শব্দের আক্ষরিক অর্থ হলো—যে কবি হাতে বা পায়ে ঘুঙুর (কঙ্কণ) পরে গান পরিবেশন করতেন, অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক। মুকুন্দরাম চক্রবর্তীকে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং চণ্ডীমঙ্গলকাব্য ধারার সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।