মঙ্গলগ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে?

A ৩৬৫

B ৪২৭

C ৬৬৭

D ৬৮৭

Solution

Correct Answer: Option D

-সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় ২৩০ মিলিয়ন কিলোমিটার (১৪৩ মিলিয়ন মাইল), এবং ৬৮৭ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে।
-পৃথিবীর তুলনায় মঙ্গলের দিন সামান্য দীর্ঘ: ২৪ ঘণ্টা, ৩৯ মিনিট, ৩৫.২৪৪ সেকেন্ড।
-এক মঙ্গলীয় বর্ষ পৃথিবীর ১.৮৮০৯ বছর বা ১ বছর, ৩২০ দিন, এবং ১৮.২ ঘণ্টার সমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions