দোভাষী পুঁথি সাহিত্যের ধারার প্রবর্তক ফকির গরীবুল্লাহ হলেও, কে একে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান?
Solution
Correct Answer: Option A
অষ্টাদশ শতাব্দীর দোভাষী পুঁথি সাহিত্যের ধারার প্রবর্তক বা আদি কবি ছিলেন ফকির গরীবুল্লাহ। তবে এই ধারাটিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় কবি সৈয়দ হামজাকে। তাকে এই ধারার দ্বিতীয় প্রধান ও সবচেয়ে জনপ্রিয় কবি হিসেবে গণ্য করা হয়।
- দোভাষী পুঁথি সাহিত্য আরবি-ফারসি-হিন্দি শব্দ মিশ্রিত 'মুসলমানি বাংলা' রীতিতে রচিত হতো।
- সৈয়দ হামজা ফকির গরীবুল্লাহর লেখা অসমাপ্ত কাব্য 'আমীর হামজা' সমাপ্ত করেছিলেন, যা তাদের যৌথ প্রয়াস হিসেবে পরিচিতি লাভ করে।
- তাঁর কাব্যে যুদ্ধ, প্রেম, ইসলামি ঐতিহ্য ও ধর্মীয় মাহাত্ম্য প্রাধান্য পেত, যা তৎকালীন মুসলিম সমাজে ব্যাপক সমাদর লাভ করেছিল।