শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত বাংলা ভাষার প্রথম সাময়িকপত্রের নাম কী ছিল?
Solution
Correct Answer: Option C
১৮১৮ সালের এপ্রিল মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশন থেকে বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র বা পত্রিকা হিসেবে 'দিকদর্শন' প্রকাশিত হয়। জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় এটি প্রকাশিত হতো। যদিও শ্রীরামপুর মিশন প্রেসের মূল উদ্দেশ্য ছিল বাইবেল বাংলায় অনুবাদ করে ছাপানো, তবে পরবর্তীতে তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালে, যার নেতৃত্বে ছিলেন উইলিয়াম কেরি।
- 'দিকদর্শন' প্রকাশের কিছুদিন পরেই শ্রীরামপুর মিশন থেকে 'সমাচার দর্পণ' নামে প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশিত হয়।