Solution
Correct Answer: Option D
এন্টনি ফিরিঙ্গির জীবনকাল ছিল আনুমানিক ১৭৭০ থেকে ১৮৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। যেহেতু তাঁর জন্ম ও কাব্যচর্চার সূচনা আঠার শতকে হয়েছিল, তাই তাকে আঠার শতকের কবি হিসেবেই গণ্য করা হয়। তিনি ছিলেন একজন বাঙালি কবিয়াল (কবিগানের শিল্পী) এবং জাতিতে পর্তুগিজ। ইউরোপীয় হওয়ার কারণে তাকে 'ফিরিঙ্গি' নামে ডাকা হতো।
- এন্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম ছিল এন্টনি হেন্সম্যান।
- তিনি একজন হিন্দু ব্রাহ্মণ বিধবা নারীকে সতীদাহের চিতা থেকে উদ্ধার করে বিয়ে করেছিলেন।
- কলকাতার বউবাজারে বিখ্যাত 'ফিরিঙ্গি কালী মন্দির' তিনিই প্রতিষ্ঠা করেন।