বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?

A 1 : 2

B 1 : 3

C 1 : 4

D 2 : 3

Solution

Correct Answer: Option A

✔বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস।বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত থাকে ১ঃ২।

✔যেকোন পচনশীল বস্তু বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে।

১।মলমূত্র (মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী ইত্যাদি)

২।তরি-তরকারি, ফল-মূল ও মাছ-মাংসের ফেলনা অংশ ।

৩।লতাপাতা, বিভিন্ন আবর্জনা ও কচুরিপানা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions